ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বামীকে হত্যা, প্রেমিকসহ স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ১০ ফেব্রুয়ারি ২০২৫  
স্বামীকে হত্যা, প্রেমিকসহ স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে সাজাপ্রাপ্ত হাফিজা খাতুন

ময়মনসিংহের মুক্তাগাছায় স্বামীকে হত্যার দায়ে প্রেমিকসহ এক নারীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের দুইজনকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী মনসুর মামলার রায় ঘোষণা করেন।

আরো পড়ুন:

সাজাপ্রাপ্তরা হলেন- হাফিজা খাতুন (৪২) ও তার প্রেমিক আবদুল্লাহ আল মাসুম (৩৬)। পলাতক থাকায় আবদুল্লাহ আল মাসুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। 

মামলার চার্জশিটভুক্ত অপর আসামি মো. আরমান সাক্ষ্য চলাকালে মারা যান। যে কারণে তাকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়। 

আদালত ও মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের এপিপি মো. শামীম উল আজম খান জানান, ২০১১ সালের ২৮ জুন হত্যা করা হয় জেলার মুক্তাগাছা উপজেলার ভাবকীর মোড় এলাকার দুবাই প্রবাসী হেলাল উদ্দিনকে। প্রবাস ফেরত স্বামীকে হত্যার জন্য সদর উপজেলার চরঘাগড়া গ্রামের আবদুল্লাহ আল মাসুমকে নিয়ে পরিকল্পনা করেন হাফিজা খাতুন।

তিনি আরো জানান, পরিকল্পনা অনুযায়ী ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে ঘুম পাড়ান হাফিজা খাতুন। এরপর মাসুম ও তার এক সহযোগী বাড়িতে গিয়ে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন হেলাল উদ্দিনকে। এ ঘটনাকে ডাকাতির নাটক সাজানো হয়েছিল।

শামীম উল আজম জানান, নিহত হেলাল উদ্দিনের বোন সাফিয়া আক্তার বাদী হয়ে ঘটনার পরদিন মুক্তাগাছা থানায় মামলা করেন। সেই মামলায় পুলিশ হাফিজা খাতুন, তার প্রেমিক আবদুল্লাহ আল মাসুম এবং মো. আরমান নামে তিনজনের নামে আদালতে চার্জশিট দেয়। 

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়