ঢাকা     সোমবার   ১৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ৪ ১৪৩১

সেনা কর্মকর্তা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২০:৩৮, ১১ ফেব্রুয়ারি ২০২৫
সেনা কর্মকর্তা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার নিখিল নাথ

রাঙামাটির নানিয়রচরের ঘিলাছড়িতে এক সেনা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নিখিল নাথকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার নিখিল নাথ নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক।

আরো পড়ুন:

পুলিশ জানায়, ২০০৬ সালের ১৭ ডিসেম্বর নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ক্যাপ্টেন মো. নুরুল আলম গাজী নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার ১ নম্বর আসামি ছিলেন নিখিল নাথ। হত্যাকাণ্ডের ১৯ বছর পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

নানিয়ারচর থানার ওসি নাজির আলম বলেন, “২০০৬ সালে ঘিলাছড়ি আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্ব টহল দেওয়া দলের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় ক্যাপ্টেন মো. নুরুল আলম গাজী (২৪ ই বি) নিহত হন। ওই ঘটনায় মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।”

ঢাকা/শংকর/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়