ঢাকা     বৃহস্পতিবার   ২৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৪ ১৪৩১

চুরির অভিযোগে একজনকে গণধোলাই, পরে পুলিশে সোপর্দ

যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ১১ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২২:১৮, ১১ ফেব্রুয়ারি ২০২৫
চুরির অভিযোগে একজনকে গণধোলাই, পরে পুলিশে সোপর্দ

চুরির অভিযোগে আটক ব্যক্তি। উদ্ধার হওয়া মোটরসাইকেল (ডানে)

যশোরের চৌগাছায় আকতার (৩২) নামে এক এক ব্যক্তিকে মোটরসাইকেল চুরির অভিযোগে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌগাছা ব্রিজের সামনে ঘটনাটি ঘটে। 

আটক আকতার ঝিকরগাছার শেয়ালকোটা এলাকার মোফাজ্জেল হোসেনের ছেলে। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আজ সন্ধ্যায় চৌগাছা পৌর শহরের বাকপাড়ার সাইফুল ইসলাম বাবুর বাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। বিষয়টি বুঝতে পেরে বাবুর ডাকে স্থানীয় কয়েকজন চোরকে ধরতে মোটরসাইকেলে করে ধাওয়া করে। চৌগাছা ব্রিজের সামনে মোটরসাইকেলটি ফেলে দৌঁড়ে পালানোর চেষ্টা করে আকতার। পরে তিনি কপোতাক্ষ নদে ঝাপ দেন। এলাকাবাসী তাকে সেখান থেকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

আরো পড়ুন:

ওসি আনোয়ার হোসেন বলেন, “চুরির ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা জানার জন্য আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

ঢাকা/প্রিয়ব্রত/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়