ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুড়িয়ে মারতেই পরিকল্পিত অগ্নিকাণ্ড, অভিযোগ কাফির পরিবারের

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৪:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০২৫
পুড়িয়ে মারতেই পরিকল্পিত অগ্নিকাণ্ড, অভিযোগ কাফির পরিবারের

মঙ্গলবার রাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নূরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। ইনসেটে কাফির বাবা এ বি এম হাবিবুর রহমান

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নূরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। অগ্নিকাণ্ডের সময় তাদের ঘরের দরজা ও জানালা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ তাদের।

কাফির বাবা এ বি এম হাবিবুর রহমান (৫৯) জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় ঘরের ভিতর ছিলেন তিনি, কাফির মা হাসিনা বেগম (৫৪), বড় ভাই নুরুল্লাহ আল মামুন (৩১), ভাবি আনিছা আক্তার (২৫), ভাইয়ের ছেলে নুরুল হুদা আলভি (৪) এবং দুই মাস বয়সী উম্মে হানি। কাফির বাবা ধোঁয়া দেখে অগ্নিকাণ্ডের বিষয়টি বুঝতে পারেন। তারা ঘর ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু, ঘরের পিছনের ও সামনের দরজা বাইরে থেকে বন্ধ করে রাখা হয়েছিল। পরে ঘরের দরজা ভেঙে কোনোরকমে বাইরে এসে প্রাণে রক্ষা পান তারা। 

তিনি রাইজিংবিডিকে বলেছেন, “আমাদের পুড়িয়ে মারার জন্যই এভাবে বাইরে থেকে দরজা আটকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এটি পরিকল্পিত ঘটনা।” 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নূরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

অগ্নিকাণ্ডে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন এ বি এম হাবিবুর রহমান। কারা এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে, সেটি জানাতে পারেননি তিনি।

কাফির বড় ভাই নুরুল্লাহ আল মামুন বলেছেন, “আমার ছোট দুটি বাচ্চা। এক জনের বয়স মাত্র দুই মাস। আমরা অল্পের জন্য প্রাণে বেঁচেছি। আল্লাহ আমাদের রক্ষা করেছেন।”

প্রতিবেশী ওয়ালি উল্লাহ ইমরান বলেছেন, “এটি পরিকল্পিত অগ্নিকাণ্ড। বাইরে থেকে ছিটকিনি লাগানো ছিল। ফলে, ঘর থেকে কেউ সহজে বের হতে পারেননি। শেষ মুহূর্তে দরজা ভেঙে সবাই বের হতে বাধ্য হন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

কলাপাড়া থানার অফিসার জুয়েল ইসলাম বলেছেন, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।” 

ঢাকা/ইমরান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়