চট্টগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৮
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের লগো
বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১টা থেকে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টা পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম নগরের ১৬টি থানার বিভিন্ন এলাকায় চলমান বিশেষ অভিযানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী/পরিকল্পনাকারী/সহযোগী ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাস বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/রেজাউল/মাসুদ