ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে হামলায় আহত বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য কাশেম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৮:১৯, ১২ ফেব্রুয়ারি ২০২৫
গাজীপুরে হামলায় আহত বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য কাশেম মারা গেছেন

কাশেম খান। ফাইল ফটো

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ঠেকাতে গিয়ে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মো. কাশেম (২০) মারা গেছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কাশেম গাজীপুর মহানগরীর বাদে কলমেশ্বর এলাকার মৃত জামান হাজীর ছেলে। গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাসেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় আহত কাশেম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার লাশ এখনো বাড়িতে আসেনি।’’

এর আগে, গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ জন আহত হন।

এদিকে, হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেছেন।

মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে আমজাদ হোসেন মোল্লা নামের এক আওয়ামী লীগের কর্মীকে।

ঢাকা/রেজাউল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়