মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দুর্ঘটনা দুটি ঘটে।
এদিন বিকেলে সদর উপজেলার কচুন্দী ইউনিয়নের ঠাকুরবাড়ি মোড়ে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে সজিব (২৬) নামের একজন গুরুতর আহত হন। এসময় আহত হন আরো দুই মোটরসাইকেল আরোহী।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরে সজিবের মৃত্যু হয়। সজিব জেলার শ্রীপুর উপজেলার আলমসার ইউনিয়নের কালিনগরের আব্দুর রশিদ মিয়ার ছেলে।
অন্যদিকে, মাগুরা শহরের বাস টার্মিনানের সামনে মতিয়ার রহমান (৬০) নামের একজন পথচারীকে দ্রুতগামী মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদার বেষ্টপুর এলাকায়। রাস্তা পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
ঢাকা/শাহীন/এস