ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইজতেমায় দ্বিতীয় পর্বে আরো দুই মুসল্লির মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১১:২৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
ইজতেমায় দ্বিতীয় পর্বে আরো দুই মুসল্লির মৃত্যু 

গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমাস্থল

গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে নাজমুল হোসেন (৭৫) ও মোহাম্মদ আব্দুল আজিজ শেখ (৬০) নামে আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বে মৃত মুসল্লির সংখ্যা দাঁড়ালো তিনজনে।

মৃত মুসল্লি নাজমুল হোসেন বগুড়া জেলার শেরপুর থানার খামার কান্দি গ্রামের মৃত মজিবর পন্ডিতের ছেলে ও মোহাম্মদ আব্দুল আজিজ শেখ শরিয়তপুর জেলার মোহাম্মদ এলেম শেখের ছেলে। 

মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০ টার সময় শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ নাজমুল হোসেনকে আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ইজতেমা ময়দানে ৭২ নম্বর খিত্তায় ছিলেন। একই রাতে সাড়ে ১০ টার সময় মোহাম্মদ আব্দুল আজিজ শেখ অসুস্থ হয়ে মারা যান। তিনি ময়দানে ২৭ নম্বর খিত্তায় ছিলেন। জানাজা শেষে তার মৃতদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২ টার সময় দিদার তরফদার (৫৫) নামে এক মুসল্লীর মৃত্যু হয়। তিনি খুলনা জেলার সদর থানার বাঙ্গালগলি গ্রামের মৃত তৈয়ব আলী তালুকদারের ছেলে। 

৫৮ তম বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) আসরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ শনিবার বাদ ফজর বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ। বাংলায় তরজমা করেন মাওলানা ওয়াসামা ইসলাম। দশটার মধ্যে খিত্তায় খিত্তায় মওজু তালিম করেন মুফতি ইয়াকুব নিজামুদ্দিন। যোহরের নামাজের পর বয়ান করবেন আরব মেহমান। তরজমা করবেন মোস্তফা খলিল। আসরের পরে বয়ান করবেন হাফেজ মঞ্জুর (নিজামুদ্দিন)। তরজমা করবেন মাওলানা রুহুল আমিন। আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। 

ঢাকা/রেজাউল/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়