ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঐকবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: আমান

কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২০:০৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
ঐকবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: আমান

কেরানীগঞ্জের বন্ধন উচ্চবিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমান উল্লাহ আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, ‘‘ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই। সবাইকে ঐকবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’’

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকার কেরানীগঞ্জের বন্ধন উচ্চবিদ্যালয়ের বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

আমান উল্লাহ আমান বলেন, ‘‘দেশের মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেই ভোট দেয়ার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার এবং সেই বহুল প্রত্যাশিত ভোটের মাধ্যমে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।’’

তিনি আরো বলেন, ‘‘স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসন আমলে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে। বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারেনি।’’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, কলাতিয়া কলেজের গভর্নিং কমিটির সভাপতি মফিজুর রহমান পলাশ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল্লাহ সেলিম, কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন প্রমুখ। 
 

ঢাকা/শিপন/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়