ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়া জেলা যুবদ‌লের ৫ নেতার দলীয় পদ স্থ‌গিত

বগুড়া প্রতিনি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ১৬ ফেব্রুয়ারি ২০২৫  
বগুড়া জেলা যুবদ‌লের ৫ নেতার দলীয় পদ স্থ‌গিত

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে তা‌দের পদ স্থ‌গিত করা হ‌য়। 

বগুড়া জেলা যুবদ‌লের ৫ নেতৃবৃ‌ন্দের দলীয় পদ স্থ‌গিত করা হ‌য়ে‌ছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে তা‌দের পদ স্থ‌গিত করা হ‌য়। 

রবিব‌ার (১৬ ফেব্রুয়ারি) বি‌কে‌লে সংগঠন‌টির কে‌ন্দ্রীয় ক‌মি‌টির দপ্তর সম্প‌াদক নুরুল ইসলাম সো‌হেল স্বা‌ক্ষরিত প্রেস ব্রিফিং‌য়ে বিষয়‌টি জানানো হয়। 

দলীয় পদ স্থ‌গিত হওয়া যুবদ‌লের নেতারা হ‌লেন- বগুড়া জেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সুজাউল ইসলাম সুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. ইনছান, সহ সাংগঠনিক সম্পাদক মো. আহসান হাবীব সেলিম, সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. মাসুদ রানা ও সদস্য মো. সজল হোসাইন রহমত। 

প্রেস বিজ্ঞ‌প্তি‌তে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পদ স্থ‌গিত নেতৃবৃন্দ দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকার কথা উল্লেখ করা হ‌য়ে‌ছে।

ঢাকা/এনাম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়