ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে ৮ দিনে গ্রেপ্তার ৮০

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৫  
অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে ৮ দিনে গ্রেপ্তার ৮০

নোয়াখালীতে অভিযান চলাকালে যৌথ বাহিনীর তল্লাশি (ছবি : সংগৃহীত)

নোয়াখালীতে ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ নিয়ে গত ৮ দিনে ৮০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর থেকে নোয়াখালীর ৯ উপজেলায় অভিযান পরিচালনা করে আসছে যৌথবাহিনী। তার ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সুধারাম মডেল থানা থেকে ৩ জন, চরজব্বর থানা থেকে ২ জন, বেগমগঞ্জ মডেল থানা থেকে ১ জন, সেনবাগ থানা থেকে ১ জন ও হাতিয়া থানা থেকে ১ জনকে গ্রেপ্র করে। এসব অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশ একযোগে কাজ করছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুধারাম মডেল থানার যুবলীগের সদস্য জহিরুল ইসলাম (৩৩), মো. ফারুক (৪০), কাদিরহানিফ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আনিসুর রহমান আজিম (৫০), হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাদের সিদ্দিকী সোহেল (৩৫), বেগমগঞ্জের নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নুরুল হুদা মোল্লা (৬০), সেনবাগ উপজেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক মনিরুল ইসলাম (৩৬), চরজব্বর থানার যুবলীগ নেতা রাশেদ ইকবাল (৩৫) ও রবিউল ইসলাম (৩৮)।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম বলেন, “অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে অপরেশন ডেভিল হান্ট চলছে। এর ধারাবাহিকতায় নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এনিয়ে গত ৮ দিনে ৮০ জনকে গ্রেপ্তার হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং কারাগারে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকা/সুজন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়