ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বালুভর্তি ট্রাকে মিললো ৪০ বস্তা চিনি!

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৫  
বালুভর্তি ট্রাকে মিললো ৪০ বস্তা চিনি!

চিনিসহ আটককৃত ট্রাক

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার চাইরগাঁও আব্দাপুটিয়ায় বালুভর্তি ট্রাক থেকে ৪০ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। এসব চিনি ভারত থেকে আনা হয়েছিল। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য দেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই রিপন সিংহ।

এর আগে রোববার দিবাগত রাতে ডিবির এসআই রিপন সিংহ ও এএসআই ইকবালের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ট্রাকসহ এসব চিনি জব্দ করে। 

জব্দকৃত চিনির বর্তমান বাজার মূল্য ৩ লাখ টাকা। ট্রাকসহ চিনি আটক করা হলেও কৌশলে চালক ও চোরা কারবারিরা পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তারা।

ঢাকা/মামুন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়