ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারখানা খুলে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ 

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৫  
কারখানা খুলে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ 

শ্রমিক ছাটাই বন্ধ, মামলা প্রত্যাহারসহ লে-অফ ঘোষণা করা কারখানা খুলে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এর ফলে শহরের চাষাঢ়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন পথচারীসহ যাত্রীরা। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ইউরো টেক্স নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। দুপুর সাড়ে ১২দিকে তারা সেখান থেকে সরে যান।

আরো পড়ুন:

আন্দোলনরত শ্রমিক কামাল হোসেন বলেন, “ফতুল্লার নয়ামাটি এলাকার পোশাক কারখানা ইউরো টেক্স নিটওয়্যার লিমিটেডে প্রায় ৪ হাজার শ্রমিক কাজ করেন। গত ১১ ফেব্রুয়ারি এক মাসের বকেয়া বেতন ও ভাতাসহ বিভিন্ন দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এসময় কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। কারখানার কর্মকর্তা সাজেদুল ইসলাম বাদী হয়ে ওই ঘটনায় চাকরিচ্যুত ২৮ শ্রমিককে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। এরপর থেকে কারখানার শ্রমিকরা মামলা প্রত্যাহার ও ছাটাইকৃত শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন।” 

তিনি আরো বলেন, “গত রবিবার রাতে মালিকপক্ষ কারখানা শ্রম আইনের ১৩/১ ধারা অনুযায়ী লে-অফ ঘোষণা করে। এঘটনায় বিক্ষুদ্ধ শ্রমিকরা মামলা প্রত্যাহার, শ্রমিক ছাটাই বন্ধ এবং লে-অফ ঘোষণা করা কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।”

ফতুল্লা মডেল ওসি শরিফুল ইসলাম বলেন, “মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।”

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়