ঢাকা     বৃহস্পতিবার   ২৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৪ ১৪৩১

লঞ্চে তাস খেলায় বাধা দেওয়ায় হামলা, আহত ১০

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০২৫  
লঞ্চে তাস খেলায় বাধা দেওয়ায় হামলা, আহত ১০

তাস খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ঢাকা-বগা-পটুয়াখালীগামী যাত্রীবাহী লঞ্চে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বাউফলের বগা লঞ্চঘাটে ঘটনাটি ঘটে। 

বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, “বিষয়টি আমরা শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টায় সুন্দরবন-১৪ নামে একটি যাত্রীবাহী দোতালা লঞ্চ বগা ঘাটে এসে পৌঁছায়। এসময় রুহুল আমিনের নেতৃত্বে ২০-২৫ জন লঞ্চে উঠে স্টাফ ও যাত্রীদের ওপর হামলা করে। এতে লঞ্চের লস্কর ইব্রাহিম (৩০), রহমান (২৮), ফিরোজ (৩০) লঞ্চযাত্রী সুজন (২০), রাতুল (১৭) ও ইশরাফিলসহ (১৮) অন্তত ১০ জন আহত হন।

আরো পড়ুন:

লঞ্চের সুপারভাইজার মো. ইউনূস জানান, গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তাদের লঞ্চটি ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসে। রাতে চার যুবক লঞ্চে তাস খেলছিলেন। সেসময় তাবলিগ জামাতের কয়েকজন ব্যক্তি তাদের তাস খেলতে নিষেধ করেন। এ নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে লঞ্চ স্টাফদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আজ সকাল সাড়ে ৮টায় লঞ্চটি বগা ঘাটে ভিড়লে ২০-২৫ জন লোক লঞ্চে উঠে তাদের ওপর হামলা চালায়। এতে লঞ্চের স্টাফ ও যাত্রীসহ অন্তত ১০ জন আহত হন। ঘটনার পর লঞ্চটি পটুয়াখালীর উদ্দেশ্যে বগা ত্যাগ করে। 

সুজন (২০) নামে তাবলিগ জামাতের এক সাথি জানান, তাদের গ্রুপে ৪৫ জন সদস্য ছিলেন। তারা সাদপন্থিদের ইজতেমা থেকে বাড়ি ফেরার জন্য সুন্দরবন ১৪ লঞ্চে ওঠেন। তাদের বাড়ি বাউফলের কনকদিয়া বাজার এলাকায়। রাতে তাস খেলা নিয়ে তাদের গ্রুপের আমির মো. ডালিমের সঙ্গে চার যুবকের বাকবিতাণ্ডা হয়। এ ঘটনার জেরে সকালে রুহুল ও ২০-২৫ জন লঞ্চে উঠে তাদের ওপর হামলা চালায়। এ সময় লঞ্চ স্টাফরা বাধা দিলে তাদের ওপরেও হামলা চালানো হয়। 

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়