হবিগঞ্জে তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২১:৪৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২৩:০০, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

ফাইল ফটো
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা থেকে তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার হয়।
মারা যাওয়ারা হলেন- উপজেলার শানখলা ইউনিয়নের জুয়ার লালচান গ্রামের আমির আলীর মেয়ে সামিনা খাতুন (২০) ও মিরাশী ইউনিয়নের মহদিরকোনা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে অনিক মিয়া।
চুনারুঘাট থানার ওসি নুর আলম বলেন, “পৃথক স্থান থেকে তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তাদের মৃত্যু সম্পর্কে বিস্তারিত বলা যাবে।”
ঢাকা/মামুন/মাসুদ