ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

যশোরের ঝিকরগাছায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ১৮ ফেব্রুয়ারি ২০২৫  
যশোরের ঝিকরগাছায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নিহত দুই শিশু মালেশিয়া প্রবাসী আপন দুই ভাইয়ের দুই মেয়ে।

যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

নিহত দুই শিশু মালেশিয়া প্রবাসী আপন দুই ভাইয়ের দুই মেয়ে। শিশু দুটি ইয়ামিন হোসেনের মেয়ে সুমাইয়া (৩) ও ইয়াসিন হোসেনের মেয়ে সুরাইয়া (২)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দাদা, দাদি ও মায়ের সাথে অবুঝ শিশু সুমাইয়া ও সুরাইয়া তাদের পুকুরে মাছ ধরতে যায়। তারা পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে কিছুক্ষণ পরে পরিবারের লোক জন্য শিশু দুটিকে না দেখতে পেয়ে তাদের খুঁজতে থাকে। পরে তাদের দুই চাচাতো বোনকে পুকুরে ভেসে থাকতে দেখা যায়। 

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মো. বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু দু’টি পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে গিয়ে মারা যায়। এ ঘটনার বিষয়ে তাদের পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা হয়নি।

ঢাকা/রিটন/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়