ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মহিষের লড়াই দেখতে দর্শকদের ভিড়

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ২০ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৫:১৯, ২০ ফেব্রুয়ারি ২০২৫
মহিষের লড়াই দেখতে দর্শকদের ভিড়

পটুয়াখালীর কলাপাড়ায় মহিষের লড়াই অনুষ্ঠিত হয়েছে। এ লড়াই দেখতে শত শত দর্শকের ভিড় জমে মাঠে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের দারোগা বাঁধ সংলগ্ন পশ্চিম বাদুরতলী গ্রামের বিলে মহিষের লড়াই অনুষ্ঠিত হয়।

লড়াইয়ে সোহেল মীর ও হেলালের মহিষ অংশগ্রহণ করে। প্রায় দশ মিনিটের লড়াইয় শেষে সোহেল মীরার মহিষ বিজয় লাভ করে।

পার্শ্ববর্তী আমতলী উপজেলার মহিষকাটা এলাকার বেলায়েত হোসেন বলেন, ‘‘খুব ভোরে মহিষের লড়াই দেখতে এসেছি। অনেকদিন পর এই এলাকায় মহিষের লড়াই হয়েছে। যারা আয়োজন করেছে, তাদের সাধুবাদ জানাই।’’

কলাপাড়া পৌর শহরের বাসিন্দা জাফর হোসেন বলেন, ‘‘দীর্ঘদিন পর মহিষের লড়াই দেখেছি। শত শত দর্শক এসেছেন। মহিষের লড়াই দেখে বেশ ভালো লেগেছে। মাঝেমধ্যে এমন আয়োজন করা উচিত।’’

বিজয়ী মহিষের মালিক সোহেল মীর বলেন, ‘‘সাধারণ মানুষকে বিনোদন দেওয়ার জন্যই মহিষের লড়াইয়ের আয়োজন। জয়-পরাজয় বড় বিষয় না। দূর-দূরান্ত থেকে অনেকে লড়াই দেখতে এসেছেন, এটাই বড় পাওয়া।’’

অপর মহিষের মালিক মো. হেলাল বলেন, ‘‘সোহেল মীরার মহিষের চেয়ে আমার মহিষ ছোট। তারপরও এলাকার মানুষের অনুরোধে সোহেল মীরার মহিষের সঙ্গে আমার মহিষের লড়াই দিয়েছি। অনেকক্ষণ দুই মহিষের মধ্যে লড়াই হয়েছে। পরে আমার মহিষ পিছু হটতে বাধ্য হয়।’’

ঢাকা/ইমরান/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়