লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থিদের জয়
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির নির্বাচনে জয়ীরা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হয়
লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জয় পেয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। চারটি পদে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা নির্বাচিত হন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪০৪ জন ভোটারের মধ্যে ৩৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাতে পৌনে ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজগর হোসেন।
নির্বাচনে লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি হয়েছেন মো. মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. রফিক উল্যাহ।
অন্য নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে মো. আবদুল মজিদ, মো. সামছু উদ্দিন, সহ-সম্পাদক পদে কামরুল হাসান রনি, আরাফাত হোসাইন সুমন, পাঠাগার সম্পাদক পদে মাহমুদুর রহমান মিশন ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. রেহানুল ইসলাম, অডিটর পদে জিহাদ হোসাইন।
সদস্য পদে নির্বাচিতরা হলেন- আমিরুন নাহিন নেপচুন, নিগার হায়দার, মো. শিহাব উদ্দিন, মো. রাসেল হোসেন, মো. জাকির হোসেন মোহন ও মো. সাইফুল ইসলাম দিপু।
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ