ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় নাগরিক ঐক্যের ৯ নেতাকর্মীর নামে মামলা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২১:২৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
বগুড়ায় নাগরিক ঐক্যের ৯ নেতাকর্মীর নামে মামলা

ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রনি মিয়ার বাড়িতে হাত বোমা ও পেট্রোল বোমা হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে নাগরিক ঐক্যের ৯ নেতাসহ ৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে যুবদল নেতা রনি বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। 

মামলার আসামিরা হলেন- শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সরকার (৪৫), সাংগঠনিক সম্পাদক সৈকত আমিন বিদ্যুৎ (৩২), হারুনুর রশিদ (৫০), উপজেলা নাগরিক যুব ঐক্য সভাপতি অমিত হাসান (৩৫), নাগরিক ঐক্যের কর্মী তোফা (৫৫), সাগর (৩৫), মোকাররম হোসেন খোকন (৩২), পিয়াল (৫৫) ও লিপি বেগম (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান ব‌লেন, “পেট্রোল বোমা হামলার ঘটনায় যুবদল নেতা রনি মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”

এর আগে গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ সদর ইউনিয়নের আব্দুল বাহাপুর গ্রামে যুবদল নেতা রনি মিয়ার বাড়িতে ককটেল, পেট্রোল বোমা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রতিবাদে মোকামতলা-জয়পুরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা।

ঢাকা/এনাম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়