ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ০৮:৫৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
সোনারগাঁয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

প্রতীকী চিত্র

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেড়াতে এসে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় টুটুল ও হাবিব নামে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত টুটুল রাজধানীর নন্দীপাড়া এলাকার ব্যবসায়ী বদিউজ্জামানের ছেলে  এবং হাবিব একই এলাকার ফিনল্যান্ড প্রবাসী আবদুল বাতেনের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, দুই বন্ধু মোটরসাইকেলযোগে সোনারগাঁয়ে বেড়াতে আসেন। মেঘনা নদীতে গোসল করে সোনারগাঁ যাদুঘর ঘুরে রাতে বাড়ি ফেরার পথে টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে হাবিব ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত টুটুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘাতক বাসটির চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ বাসটি শনাক্তের চেষ্টা করছে বলে জানিয়েছেন ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ।

ঢাকা/অনিক/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়