ঢাকা     শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৫ ১৪৩২

এক লাফে পেঁয়াজের দাম কমলো কেজিতে ১০ টাকা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ৭ মার্চ ২০২৫   আপডেট: ০৯:৫২, ৭ মার্চ ২০২৫
এক লাফে পেঁয়াজের দাম কমলো কেজিতে ১০ টাকা

পেঁয়াজ

রমজানে কম মূল্যে পেঁয়াজ কিনতে পারছেন দিনাজপুরের হিলির বাসিন্দারা। সীমান্তবর্তী এই এলাকার বাজারে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা। বর্তমানে বাজারে পেঁয়াজ ২৫ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। তারা জানান, দেশে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং বাজারে বেশি আমদানি হওয়ায় এই পণ্যটির ঝাঁজ কমেছে। 

ব্যবসায়ীরা জানান, বিগত কয়েক বছরের চেয়ে এ বছর পেঁয়াজের দাম অনেক কম। গত বছর ভারতীয় ও দেশি পেঁয়াজের দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে ছিল। এর আগের বছরেও প্রায় ১০০ থেকে ১২০ টাকা কেজি ছিল পেঁয়াজের দাম। 

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় হিলির সবজি বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর রমজানে লাগামহীনভাবে বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। রমজানে ইফতারের জন্য অধিকাংশ উপকরণ তৈরিতে পেঁয়াজ অতিপ্রয়োজনীয়। এবারের রমজানে প্রথম দিন থেকে ৩৫ টাকা কেজি হিসেবে পেঁয়াজ খুচরা বিক্রি করছিলেন তারা। বর্তমান দাম কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে। দেশের বিভিন্ন অঞ্চলে পর্যাপ্ত পেঁয়াজের ফলন হওয়ায় বাজারে দাম কমেছে। এ জন্যই পাইকারি এবং খুচরা বাজারে একদিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম। 

আরো পড়ুন:

হিলির বাজারে সবজি কিনতে আসা হোটেল ব্যবসায়ী রেজাউল করিম বলেন, “ইফতারের অধিকাংশ উপকরণ তৈরিতে প্রয়োজন হয় পেঁয়াজের। প্রতিবছর রমজানে বেড়ে যায় পেঁয়াজের দাম। তবে, এবার দাম কমে গেছে। এতে আমাদের ইফতার ব্যবসা ভালো হচ্ছে। ভাল মানের ইফতারও তৈরি করতে পারছি। লাভের মুখও দেখতে পাচ্ছি।”

হিলি বন্দরে কাজ করা আরিফ নামে এক শ্রমিক বলেন, “প্রতিবছর রমজান মাসে ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়ে থাকে এই বন্দরে।  এবার ভারতীয় পেঁয়াজ আমদানি করছেন না আমদানিকারকরা। বাজারে দেশি পেঁয়াজ প্রচুর পরিমাণে আসছে। আমাদের মতো খেটে খাওয়া মানুষের অনেক উপকার হচ্ছে পেঁয়াজের দাম কমায়।” 

হিলি বাজারে পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, “বিগত কয়েক বছরের চেয়ে এ বছর পেঁয়াজের দাম অনেক কম। গত বছর ভারতীয় ও দেশি পেঁয়াজের দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে ছিল। এর আগের বছরেও প্রায় ১০০ থেকে ১২০ টাকা কেজি ছিল পেঁয়াজের দাম।”

তিনি আরো বলেন, “বর্তমানে দেশি পেঁয়াজ ২৫ টাকা কেজি দরে বিক্রি করছি। আমরা পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া ও নাটোর থেকে পেঁয়াজ পাইকারি কিনে আনছি। দাম কম হওয়ায় বেচাবিক্রি অনেক বেশি হচ্ছে।” 

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়