ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ৮ মার্চ ২০২৫  
চকরিয়ায় বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্যহাতির আক্রমণে জান্নাত আরা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) ভোররাতে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর সুরাজপুর এলাকায় জান্নাত হাতির আক্রমণের শিকার হন।

নিহত জান্নাত আরা বেগম উত্তর সুরাজপুর এলাকার ফজল করিমের স্ত্রী।

আরো পড়ুন:

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিমুল হক আজিম জানান, ভোররাতে বাড়ির কাছে তামাক চুল্লিতে লাকড়ি দিয়ে আগুন ধরাচ্ছিলেন জান্নাত আরা। এ সময় একটি বন্যহাতি এসে তাকে শুঁড়ে তুলে আছাড় মারে এবং পরে পা দিয়ে পিষ্ট করে। এতে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন জানান, বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যুর বিষয়টি তারা জেনেছেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়