ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ডাক  

হবিগঞ্জ সংবাদদাতা   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ১৩ মার্চ ২০২৫  
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ডাক  

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ করার চক্রান্তের প্রতিবাদে আগামী রবিবার (১৬ মার্চ) ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) হবিগঞ্জের সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে হবিগঞ্জ প্রেস ক্লাবে পরামর্শ সভায় অবরোধের ডাক দেওয়া হয়। বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব শামসুল হুদার সঞ্চালনায় ওই সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

আরো পড়ুন:

২০১৮ সালে অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করা হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ গণঅভ্যন্থানের পর নাম পাল্টে হবিগঞ্জ মেডিকেল কলেজ রাখা হয়। হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের তিনটা ফ্লোরে এ হাসপাতালের কার্যক্রম চলছে। এ কলেজটি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে একীভূত করা হবে বলে আলোচনা রয়েছে।

বক্তারা বলেন, ‘‘হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ করার যে পাঁয়তারা চলছে, তা কোনোভাবেই জেলার ২৫ লাখ মানুষ মেনে নেবে না। জনস্বার্থবিরোধী এ চক্রান্ত থেকে সরে আসার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সরকারকে জানানো হয়েছে। কিন্তু সহকারী স্বাস্থ্য উপদেষ্টা সাইদুর রহমানের কারণে মেডিকেল কলেজ বন্ধের দিকে যাচ্ছে।’’ সাইদুর রহমান ঘন ঘন মিটিং ডেকে অযৌক্তিক ও একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার পাঁয়তারা করছেন বলে বক্তারা অভিযোগ করেন।

এর প্রতিবাদে সভায় আগামী ররিবার বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের মাধ্যমে সারা দেশের সঙ্গে সিলেটের যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমদ ইকবাল, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ডা. সাখাওয়াত হোসেন জীবন, চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলিছুর রহমান, খেলাফত মজলিসের আহ্বায়ক সারোয়ার শামীম, সাংবাদিক শোয়েব চৌধুরী প্রমুখ। 
 

ঢাকা/আজহারুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়