ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উখিয়ায় সংরক্ষিত বন থেকে মৃত হাতি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ১৩ মার্চ ২০২৫  
উখিয়ায় সংরক্ষিত বন থেকে মৃত হাতি উদ্ধার

মৃত হাতি

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বন থেকে একটি মৃত বন্যহাতি উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে উখিয়া রেঞ্জের সদর বিটের জুমছড়ি এলাকায় হাতিটির মরদেহ পাওয়া যায়।

বন বিভাগ জানায়, মৃত হাতিটি পুরুষজাতের এশিয়ান প্রজাতির এবং আনুমানিক ৩৫ বছর বয়সী। ময়নাতদন্ত শেষে সেটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

আরো পড়ুন:

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. নুরুল ইসলাম জানান, হাতিটির মুখ দিয়ে রক্ত বমি হয়েছিল এবং চলার পথে প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত রক্তের দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণেই হাতিটি মারা গেছে। 

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়