ঢাকা     শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৫ ১৪৩২

রংপুরে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে মশাল মিছিল

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ১৫ মার্চ ২০২৫   আপডেট: ২২:০৩, ১৫ মার্চ ২০২৫
রংপুরে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে মশাল মিছিল

রংপুরে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রংপুর প্রেস ক্লাবের সামনে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রংপুর’ ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা নারীদের প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা আছিয়াসহ সব ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। 

সমাবেশে বক্তব্য দেন- রংপুর মেট্রোপলিটন চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সাব্বির আহমেদ, আইনজীবী অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, শাহরিয়া সিদ্দিকা, ফারহানা ইসলাম। 

আরো পড়ুন:

বক্তরা বলেন, দেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনা ক্রমশ বাড়ছে। যা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। নারীর প্রতি সহিংসতা রোধে প্রশাসন ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বক্তারা আরো বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত না হওয়ার কারণে দেশে ধর্ষণের ঘটনা বাড়ছে। তাই সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। তারা নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মশাল মিছিলটি রংপুর প্রেস ক্লাব থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ধর্ষকদের কঠোর শাস্তি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান।

ঢাকা/আমিরুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়