ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন 

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ১৬ মার্চ ২০২৫  
মাদারীপুরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন 

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১০ দফা দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারীপুর জেলা শাখার ব্যানারে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষকেরা। রবিবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। 

এ সময় শিক্ষক নেতারা প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলেন, ‘‘শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য পাহাড় সমান। এ বৈষম্য দূরীকরণের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করে আসছি। আমরা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ১০ দফা দাবি তুলে ধরে স্মারকলিপি দিয়েছে। আমরা আশা করছি, আমাদের ন্যায্য দাবিগুলো পূরণ করবেন।’’

আরো পড়ুন:

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারীপুর জেলা শাখার সভাপতি সৈয়দ আকমল হোসেন, রাজৈর উপজেলার সভাপতি মাহবুব শিকদার, কালকিনি উপজেলার সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, ডাসার উপজেলার সভাপতি সৈয়দা ইসরাত ইমাম ও সদর উপজেলার সাধারণ সম্পাদক নূর ইসলাম।

ঢাকা/বেলাল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়