ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেড় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু  

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ১৬ মার্চ ২০২৫   আপডেট: ১৯:১২, ১৬ মার্চ ২০২৫
দেড় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু  

গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। এর ফলে দেড় ঘণ্টা পর ওই মহাসড়কে যান চলাচল শুরু হয়।

রবিবার (১৬ মার্চ) বিকেল ৫টার দিকে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা। এর আগে, একইদিন বিকেল সাড়ে ৩টার দিকে ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে লুমেন টেক্সটাইল কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। 

আরো পড়ুন:

আরো পড়ুন: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ 

আন্দোলনরত শ্রমিকরা জানান, প্রতিমাসেই বেতন দিতে দেরি করে কর্তৃপক্ষ। যেহেতু, রমজান মাস এজন্য এই মাসে আগে বেতন দিতে বলা হয় তাদের। আজ বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আজও বেতন না দিলে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যায়।

কারখানা শ্রমিক মাহবুব বলেন, “আমাদের কারখানায় ৩০০-৪০০ শ্রমিক কাজ করে। রাত ১১ টা ১২টা পর্যন্ত কাজ করানো হলেও কোনো নাইট বিল দেওয়া হয় না। ইনক্রিমেন্ট নেই। প্রতি মাসের ১৫-২০ তারিখ বেতন দেয়। রমজান মাস আগে বেতন চেয়েছি তবু ম্যানেজমেন্ট গুরুত্ব দেয়নি।” 

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, “শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিল। পরে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে। মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।” 

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়