ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরে গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রীকে আদালতে প্রেরণ

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ১৭ মার্চ ২০২৫   আপডেট: ২১:৫৮, ১৭ মার্চ ২০২৫
নাটোরে গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রীকে আদালতে প্রেরণ

গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী মোছা. শাহিদা বেগম

অপারেশন ডেভিল হান্ট অভিযানে নাটোরের সিংড়া পৌর যুব মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৭ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। সিংড়া থানার ওসি মো. আসমাউল হক এতথ্য জানান।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃত যুব মহিলা লীগ নেত্রীর নাম মোছা. শাহিদা বেগম। তিনি পৌর যুব মহিলা লীগের সহ-সভাপতি। পৌর শহরের সরকারপাড়া মহল্লার বাসিন্দা তিনি।

সিংড়া থানার ওসি মো. আসমাউল হক বলেন, “২০২৩ সালে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় গত সেপ্টেম্বর মাসে দায়েরকৃত মামলায় তাকে (শাহিদা বেগম) গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।”

এলাকাবাসী জানান, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রায় প্রস্তুতি নিচ্ছিল। এ সময় উপজেলার কৈগ্রাম এলাকায় অতর্কিত হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদের মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়।

রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের ৩ সেপ্টেম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় একটি মারধর ও হুমকির মামলা করেন। এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৫ জনের নাম উল্লেখ করে নাম না জানা ৩০-৪০ জনকে আসামি করা হয়।

ঢাকা/আরিফুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়