ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে ‘সুমন বাহিনী’র ৫ সদস্য আটক

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ২২ মার্চ ২০২৫   আপডেট: ১০:২৪, ২২ মার্চ ২০২৫
বাগেরহাটে ‘সুমন বাহিনী’র ৫ সদস্য আটক

‘সুমন বাহিনী’র আটক পাঁচ সদস্য

বাগেরহাটের মংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ ‘সুমন বাহিনীর’ পাঁচ সদস্যকে আটক করেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড পশ্চিম জোন। 

শুক্রবার (২১ মার্চ) বিকেলে সুন্দরবনের ভদ্রা নদীর বন বিভাগের অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জলদস্যুতা, মাদক ব্যবসা ও চুরির সঙ্গে জড়িত। অভিযানের সময় চোরাই কাজে ব্যবহৃত একটি নৌকা তল্লাশি করে ৯ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা ও ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মংলার মো. জনি (১৯), মো. আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০) এবং খুলনার কয়রা উপজেলার মো. আজিম (২৬) ও মো. মেজবাহ (১৯)। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

শনিবার (২২ মার্চ) সকালে আটক ব্যক্তিদের জব্দকৃত অস্ত্র ও মাদকসহ মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত ‘সুমন বাহিনীর’ ৫ সদস্যকে আটক করা হয়েছে। উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকা/শহিদুল/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়