ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ২৪ মার্চ ২০২৫   আপডেট: ১৬:৫৫, ২৪ মার্চ ২০২৫
ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে সোমবার (২৪ মার্চ) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছে। এ সময়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে ওই মহাসড়কে চলাচলরত যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান, কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের স্টারলিং ডিজাইনস লিমিটেড কারখানার শ্রমিকদের ঈদের ছুটি দেওয়া হয়েছে তিন দিনের। সোমবার (২৪ মার্চ) দুপুরে ছুটির বিষয়টি শ্রমিকরা জানতে পেরে বিক্ষোভ শুরু করে। একপযায়ে শ্রমিকরা বেলা দেড়টার দিকে কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময়ে শ্রমিকরা আরো কিছু দাবি উত্থাপন করে বিক্ষোভ অব্যাহত রাখে। পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে বেলা সাড়ে ৩টার দিকে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ থাকায় উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়েন।

আরো পড়ুন:

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার এ কে এম  জহিরুল ইসলাম জানান, ছুটি বাড়ানোসহ বেশ কয়েকটি দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে এবং মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। 

ঢাকা/রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়