ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বান্দরবান জেলা আওয়ামী লীগের নেতা কারাগারে 

বান্দরবান প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ২৬ মার্চ ২০২৫  
বান্দরবান জেলা আওয়ামী লীগের নেতা কারাগারে 

বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশকে কারাগারে পাঠানো হয়েছে। 

বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বান্দরবান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাতেমা-তুস জোহরা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো পড়ুন:

আদালতের সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জ থেকে লক্ষীপদ দাশকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সকালে তাকে বান্দরবানে আনা হয়। বান্দরবান সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এসময় গ্রেপ্তারকৃতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

বান্দরবান জেলা কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, দোকান-বাড়িঘর হামলা ও চারটি নাশকতাসহ পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা/চাইমং/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়