ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে বাটা শোরুমসহ দোকান ভাঙচুরে গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ৮ এপ্রিল ২০২৫  
গাজীপুরে বাটা শোরুমসহ দোকান ভাঙচুরে গ্রেপ্তার ৪

গাজীপুরে ভাঙচুরে ৪ জনকে গ্রেপ্তার করা হয়

গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিলের সময় তৃপ্তি হোটেল, রাধুনী হোটেল এবং বাটা কোম্পানির ডিলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুরে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (৭ এপ্রিল) সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে গাছা থানায় এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান সহকারী উপকমিশনার হাফিজুল ইসলাম। 

গ্রেপ্তারকৃতরা হলেন,  সিয়াম খান (অনিক),  শিমুল আহাম্মেদ শাওন,  শাহীন ও  জয়নাল আবেদীন।

সহকারী উপকমিশনার হাফিজুল ইসলাম বলেন, “গতকাল (সোমবার) দুপুরে বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইসরায়েল বিরোধী মিছিল বের হয়। ওই  মিছিলের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত তৃপ্তি হোটেল, রাধুনী হোটেল এবং বাটা কোম্পানির ডিলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর,  লুটপাট চালায়।  খবর পেয়ে  থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর সহায়তায় তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” 

পরবর্তীতে এ ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে গাছা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে থানা পুলিশ এবং সেনাবাহিনী সম্মিলিত প্রচেষ্টায় ওই ঘটনায় জড়িত সিয়াম, শিমুল আহমেদ, শাহীন ও জয়নালকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। 

এছাড়া এই ঘটনায় সরাসরি জড়িত উস্কানিদাতা, পরিকল্পনাকারী ও মদদদাতাদের শনাক্ত ও তাদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

ঢাকা/রেজাউল/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়