ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘জেলেদের ঋণ দিতে ব্যাংক চালুর চেষ্টা করছে সরকার’

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ৮ এপ্রিল ২০২৫  
‘জেলেদের ঋণ দিতে ব্যাংক চালুর চেষ্টা করছে সরকার’

জেলেদের সহজ শর্তে ঋণ দিতে মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন নামে ব্যাংক চালুর চেষ্টা করছে সরকার বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। 

মঙ্গলবার (৮ এপ্রিল) বরিশালের বেলস পার্কে জাটকা সংরক্ষণ সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আরো পড়ুন:

ফরিদা আখতার বলেন, “ইলিশ হলো রুপার খনি। এই সম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধির জন্যই জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন, শাস্তি দেওয়ার জন্য নয়। সবাইকে নিয়ে ইলিশ উৎপাদনে নতুন লক্ষ্য মাত্রা অর্জন করার ইচ্ছ আমাদের।”

অনুষ্ঠানে উপদেষ্টা ন্যায্য মূল্যে ইলিশ কিনতে ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধের কথা বলেন। দেশে ইলিশের উৎপাদন বাড়িয়ে রপ্তানির ওপর জোর দিয়েছেন তিনি। 

অনুষ্ঠান শেষে দুপুরে কীর্তনখোলা নদীতে নৌ র‌্যালিতে অংশ নেন উপেদেষ্টা। র‌্যালি দেখতে নদীর দুই পাড়ে অসংখ্য মানুষ ভিড় করেন। নৌ র‌্যালিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জেলেরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবদুর রউফ ও বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, বাংলাদেশ কোস্ট গার্ড (ভোলা) দক্ষিণ জোনের জোনাল কমান্ডার মোহাম্মদ ইমাম হাসান আজাদ, রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের  কর্মকর্তারা।

ঢাকা/পলাশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়