ভৈরবে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ভৈরবের মেঘনা নদী (ফাইল ফটো)
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে গোসল করতে নেমে লামিয়া (১০) ও সামিয়া (১২) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া দুই বোন লামিয়া ও সামিয়া আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের সৌদী প্রবাসী সহিদ মিয়ার মেয়ে।
স্থানীয়দের বরাতে ভৈরব থানার অফিসার ইনচার্জ ফুয়াদ রোহানী জানান, দুই দিন আগে ওই দুই শিশু মায়ের সাথে নানা বাড়ি আগানগর ইউনিয়নের মেঘনা তীরবর্তি চরপাড়া গ্রামে বেড়াতে আসে। বিকেলে অন্য শিশুদের সাথে মেঘনা নদীতে গোসল করতে নামে লামিয়া ও সামিয়া। এক সময় সবার অজান্তে তারা পানিতে তলিয়ে যায়। তারা বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে নদীতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ঢাকা/রুমন/টিপু