পয়লা বৈশাখে বন্ধের দিন হিলি দিয়ে ৮৪৭৫ মেট্রিক টন চাল আমদানি
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

পয়লা বৈশাখের দিন সোমবার হিলি বন্দর দিয়ে ২০১টি ভারতীয় ট্রাকে ৮ হাজার ৪৭৫ মেট্রিকটন চাল ঢুকেছে বাংলাদেশে। ছবি: রাইজিংবিডি
পয়লা বৈশাখের দিন সোমবার দেশের অন্যান্য স্থলবন্দর বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি বন্দর খোলা ছিল। এ দিনে ভারত থেকে ২০১টি ট্রাকে ৮ হাজার ৪৭৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে, যা গত কয়েক দিনের আমদানি হওয়া চালের মধ্যে এক দিনের হিসাবে সবচেয়ে বেশি পরিমাণ।
দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে রাইজিংবিডি ডটকমকে এই তথ্য দিয়েছেন।
এই কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের গত শনিবার ১৪৭ ট্রাকে ৬ হাজার ২২৭ মেট্রিকটন, রবিবার ১৪৪ ট্রাকে ৬ হাজার ১০২ মেট্রিকটন ও সোমবার পহেলা বৈশাখের দিন ২০১টি ট্রাকে ৮ হাজার ৪৭৫ মেট্রিকটন চাল ভারত থেকে আমদানি হয়েছে।
মঙ্গলবার ৮৪টি ট্রাকে ৩ হাজার ৬১৭ মেট্রিক টন চাল বাংলাদেশে প্রবেশ করার কথা রয়েছে বলে তথ্য দিয়েছেন নাজমুল হোসেন।
তিনি বলেন, “আজ থেকে চাল আমদানির মেয়াদ শেষ হয়ে যাবে। তবে বাণিজ্য মন্ত্রণালয় মেয়াদ বাড়াতেও পারে।”
হিলি বন্দরের চাল আমদানিকারক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, “হিলি স্থলবন্দর দিয়ে গত বছরের ১১ নভেম্বর থেকে চাল আমদানি শুরু হয়েছে। আমদানির মেয়াদ কয়েক দফা বাড়ালেও আজ থেকে শেষ হচ্ছে চাল আমদানির দ্বিতীয় মেয়াদ। এ কারণেই শেষ দিকে আমদানি বেড়েছে। ভারতের অভ্যন্তরে এখনো চালবোঝাই শতাধিক ট্রাক দাঁড়িয়ে আছে বাংলাদেশে ঢোকার অপেক্ষায়।”
ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে চাল আমদানির অনুমতি দেয় সরকার। সেইসঙ্গে প্রত্যাহার করে নেওয়া হয় চালের আমদানি শুল্ক। ভারত থেকে চাল আসা শুরু হয় গত ১১ নভেম্বর। ঘোষণা অনুযায়ী, এই দফায় আমদানি বন্ধ হওয়ার কথা ১৬ এপ্রিল।
হাওরে ধান কাটার মৌসুম শুরু হওয়ায় আপাতত চালের দাম বৃদ্ধির শঙ্কা নেই বলে মনে করা হচ্ছে। ফলে আমদানির মেয়াদ বাড়া না বাড়ার সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের ওপর।
হিলি স্থলবন্দর ও কাস্টমসের তথ্যমতে, ২০২৪ সালে ১১ নভেম্বর থেকে ২০২৫ সালের ১৪ এপ্রিল পর্যন্ত ৬ হাজার ৪০০টি ভারতীয় ট্রাকে ২ লাখ ৬৭ হাজার ৮৫৭ মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে। হিলি বন্দর দিয়ে সরকারের অনুমোদ থাকা সাপেক্ষে বাসমতী ও নন-বাসমতী উভয় চালই আনেন বাংলাদেশের ব্যবসায়ীরা।
ঢাকা/মোসলেম/টিপু