ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মধ্যপাড়া পাথর খনির ভূগর্ভে শ্রমিকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ১৬ এপ্রিল ২০২৫  
মধ্যপাড়া পাথর খনির ভূগর্ভে শ্রমিকের মৃত্যু

ছবি সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনির ভূগর্ভে সোহাগ বাবুল (৪৩) নামে এক শ্রমিকের মুত্যু হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে খনির ভূগর্ভে কাজ করার সময় ভেন্টিলেশন লেভেল থেকে পরে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মধ্যপাড়া পুলিশ ফাঁড়ি তদন্তকারী কর্মকর্তা হারুন উর রশিদ।

আরো পড়ুন:

মারা যাওয়া সোহাগ বাবুল রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ঘিরলাই মালতলা গ্রামের রফিক উদ্দিনের ছেলে। তিনি খনিতে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পার্বতীপুর মধ্যপাড়া পুলিশ ফাঁড়ি তদন্তকারী কর্মকর্তা হারুন উর রশিদ জানান, আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পাথর উত্তোলনের কাজ করছিলেন সোহাগ বাবুল। এসময় ভেন্টিলেশন লেভেল থেকে পড়ে তার মৃত্যু হয়। মধ্যপাড়া ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। 

খনির পাবলিক রিলেশন অফিসার সৈয়দ রফিজ উদ্দিন জানান, সকাল সাড়ে ১০ টার দিকে খনির ভূগর্ভে কাজ করার সময় শ্রমিক সোহাগ বাবুল অসাবধানতা বসত ভেন্টিলেশন লেভেল থেকে পড়ে যান। এঘটনায় তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধারের পর খনি কর্তৃপক্ষ, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে কোনো আপত্তি না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খনি নীতিমালা অনুযায়ী তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়