ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বকেয়া বেতনের দাবি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ১৭ এপ্রিল ২০২৫   আপডেট: ১৩:০৯, ১৭ এপ্রিল ২০২৫
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় এইচ ডি এফ পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভে অংশ নেন।

শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। এ নিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও কোনো প্রতিকার মেলেনি। বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

আন্দোলনকারী এক শ্রমিক বলেন, ‘‘আমরা কাজ করছি প্রতিদিন, কিন্তু বেতন পাই না। কর্তৃপক্ষ শুধু ‘আজ দিচ্ছি, কাল দিচ্ছি’ বলে সময়ক্ষেপণ করছে। পেটের দায়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।’’

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।’’

এ বিষয়ে জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউ মন্তব্য করতে রাজি হননি।

ঢাকা/রফিক/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়