ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপি কারচুপির নির্বাচন সমর্থন করে না: রুমিন ফারহানা

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ২৩ এপ্রিল ২০২৫   আপডেট: ১৮:১৩, ২৩ এপ্রিল ২০২৫
বিএনপি কারচুপির নির্বাচন সমর্থন করে না: রুমিন ফারহানা

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা

সুষ্ঠু ভোট হলে দুই-তৃতীয়াংশ মেজরিটি নিয়ে সংসদে যাবে বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। 

তিনি বলেন, “বিএনপি তার ইতিহাসে কখনো কারচুপির নির্বাচন করেনি, সমর্থনও করে না। ভবিষ্যতেও কারচুপির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে না। বিএনপি সংসদে যাবে মানুষের সমর্থন, ভালোবাসা ও আস্থার ভিত্তিতে।"

আরো পড়ুন:

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে বিএনপির ৩১ দফা বিষয়ক কর্মশালায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, “বিএনপি ১৭ বছর ধরে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। এখনো আন্দোলন চলছে, কারণ বর্তমানে দেশে কোনো নির্বাচিত সরকার নেই, আছে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির লড়াই চলবে।”

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই দেশে আওয়ামী লীগ সবসময় বিরোধীমতকে দমন করেছে। মানুষকে কথা বলতে দেয়নি তারা। হামলা-মামলা দিয়ে জীবন অতিষ্ঠ করে তুলেছিল। এ কারণেই তারেক রহমান দেশে ফিরতে পারেননি। ৭৬ বছর বয়সে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছিল।”

তিনি বলেন, “গত ১৭ বছরের আন্দোলনের ফলেই আওয়ামী লীগের পতন হয়েছে। বাংলাদেশ নামের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের নাম ওতোপ্রোতভাবে জড়িত। জিয়া পরিবার দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। জিয়া পরিবার ভালো থাকলে দেশ ও জনগণও ভালো থাকে।”

রংপুর বিভাগীয় বিএনপির ৩১ দফা বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় ও বিভাগীয় নেতারা অংশ নেন।

ঢাকা/আমিরুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়