ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাটহাজারীতে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ২৬ এপ্রিল ২০২৫   আপডেট: ২১:৫৬, ২৬ এপ্রিল ২০২৫
হাটহাজারীতে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত

গাউছিয়া গ্রোসারি নামের এই প্রতিষ্ঠানে ডাকাতির সময় ডাকাতদের গুলিতে আহত হন সেনা সদস্য শহীদুল ইসলাম

নিজ বাড়িতে ছুটিতে থাকা অবস্থায় পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেওয়া ডাকাতদলকে প্রতিরোধ করতে এগিয়ে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক সেনা সদস্য। তার নাম মুহাম্মদ শহীদুল ইসলাম (২৮)। 

শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত গভীর রাত ৩টার দিকে হাটহাজারী বাস স্টেশন মেখল রোডের মাথায় এই ঘটনা ঘটে। আহত সেনা সদস্যকে চট্টগ্রাম সিএমএইচ-এ ভর্তি করা হয়েছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মোহাম্মদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

জানা যায়, সেনা সদস্য শহীদুল ইসলামের পারিবারিক একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে হাটহাজারী মেখল রোডে। গাউছিয়া গ্রোসারি নামের এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে শহীদুল ইসলামের দুই ভাই রাশেদুল ইসলাম ও আমিনুল ইসলাম। 

আমিনুল ইসলাম জানান, রাত প্রায় তিনটার দিকে এই গ্রোসারির দোকানটিতে একদল ডাকাত অস্ত্র নিয়ে প্রবেশ করে দোকানের ক্যাশ টাকা ও মালামাল লুট করতে থাকে। খবর পেয়ে বাড়িতে থাকা সেনা সদস্য শহীদুল ইসলাম ডাকাতদের প্রতিরোধ করতে এগিয়ে যান। এই সময় ডাকাতদলের সদস্যরা শহীদুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার গলায় বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম সামারিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ডাকাতদলের সদস্যরা দোকানের ক্যাশবাক্স থেকে নগদ টাকা ও দোকানের বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা/রেজাউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়