গোপালগঞ্জ শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেপ্তার
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শেখ বুলবুল ইসলাম
গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর উপর হামলা এবং ভাঙচুরের মামলায় জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ বুলবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপালগগঞ্জ সদর থানার ইন্সেপেক্টর তদন্ত আব্দুল্লাহ আল মামুন জানান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর ওপর হামলা এবং ভাঙচুরের মামলায় এজাহারনমীয় ৬ নম্বর আসামি শেখ বুলবুল ইসলাম। আজ শনিবার সদর উপজেলার হরিদাসপুর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, শেখ বুলবুল ইসলামকে বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা/বাদল/মাসুদ