ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছয় দফা দাবিতে রাজশাহী পলিটেকনিকে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ২৭ এপ্রিল ২০২৫   আপডেট: ১৮:৩৭, ২৭ এপ্রিল ২০২৫
ছয় দফা দাবিতে রাজশাহী পলিটেকনিকে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ

ছয় দফা দাবি আদায়ে চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ-সমাবেশ করেছেন। রবিবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়।

সকালে শিক্ষার্থীরা ইনস্টিটিউটের প্রশাসন ভবনের সামনে জড়ো হন। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে প্রশাসন ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘ এক মাসের অধিক সময় ধরে ছয়দফা দাবি আদায়ে কারিগরি ছাত্ররা আন্দোলন করে আসছেন। শুধু একটি কমিটি গঠন করে দেওয়া ছাড়া এখনো সরকার থেকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

শিক্ষার্থীরা জানান, আজ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে শিক্ষামন্ত্রণালয় গঠিত ৮ সদস্যের কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠক থেকে ইতিবাচক সাড়া না পেলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

গত এক মাস ধরে চলমান আন্দোলনের কারণে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ও দাপ্তরিক সব কাজ বন্ধ রয়েছে। প্রশাসনিক ভবনে গত কয়েক দিন ধরে তালা ঝুলছে।

ঢাকা/কেয়া/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়