ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হেফাজতে ইসলামের খুলনা মহানগর কমিটি

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ২৮ এপ্রিল ২০২৫  
হেফাজতে ইসলামের খুলনা মহানগর কমিটি

সভাপতি সাখাওয়াত হোসাইন ও সাধারণ সম্পাদক মুফতি গোলামুর রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাওলানা সাখাওয়াত হোসাইনকে সভাপতি এবং মুফতি গোলামুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দলের নগর কমিটির প্রচার সম্পাদক হাফেজ মাওলানা ফয়জুল্লাহ সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রবিবার (২৮ এপ্রিল) হেফাজতে ইসলামের খুলনা মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি করার লক্ষ্যে ইসলামপুর জামে মসজিদে বৈঠক অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন মাওলানা সাখাওয়াত হোসাইন এবং পরিচালনা করেন মুফতি গোলামুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মাওলানা নাসির উদ্দীন কাসেমী, জেলা সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া প্রমুখ। 

সভায় সর্বসম্মতিতে মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা নাসির উদ্দীন কাসেমী, সহ-সভাপতি মাওলানা আসয়াদুল্লাহ, মুফতি আব্দুল হাই, মাওলানা গোলাম কিবরিয়া, মুফতি ওয়াক্কাস আলী, মুফতি জিহাদুল ইসলাম, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা রুহুল আমীন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শরীফ সাঈদুর রহমান, মুফতি জাকির হুসাইন, মুফতি ওয়ালিউল্লাহ মাহমুদ, মাওলানা আবু সালেহ, মুফতি মিরাজ মাহমুদ, জি এম এমদাদুল হক, মুফতি আব্দুস শাকুর যশোরী, মাওলানা সিদ্দিকুর রহমান, হাফেজ সাজ্জাদ হোসেন, প্রিন্সিপাল ইমদাদুল্লাহ আজমী, মাওলানা গোলাম মাওলা, মাওলানা হাসিবুর রহমান মাদানী, সাংগঠনিক সম্পাদক মুফতি ইলিয়াস জাহানাবাদী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদিকুল রহমান, মাওলানা আকবর, মাওলানা আসাদুল্লাহ, মুফতি আতাউল্লাহ, মাওলানা নূর আলম, মাওলানা আবু জ্বর, হাফেজ এমদাদুল্লাহ, মুফতি জহিরুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ, মাওলানা সিফাতুল্লাহ, মুফতি হাসান জামিল, মুফতি শেখ আব্দুল্লাহ, মুফতি মঈন, মাওলানা নূর হুসাইন, প্রচার সম্পাদক মুফতি মাহমুদ, সহ-প্রচার সম্পাদক হাফেজ মাওলানা ফয়জুল্লাহ সিদ্দিকী, মাওলানা আশরাফ, মাওলানা বেলাল, মিডিয়া সম্পাদক সাংবাদিক মুহাম্মদ নুরুজ্জামান, দফতর সম্পাদক মাওলানা আবিদুর রহমান, সহ-দফতর সম্পাদক মাওলানা আবরার, হাফেজ শফিকুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা মাশহুদুর রহমান, সহ-অর্থ সম্পাদক মাও দ্বীন ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মুফতি মানজুর আহমাদ, সহ আইন বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সৈয়দ খলিলুল্লাহ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা খালিদ সাইফুল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী হাফিজ বিন আশরাফ, সহ-সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক খালিদ বিন রিয়াসাত ও গাজী শফিকুল ইসলাম প্রমুখ।

সভায় মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে দ্রুত কমিটি গঠন এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্র ঘোষিত আগামী ৩ মে ঢাকায় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। 

ঢাকা/নুরুজ্জামান/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়