ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ১ মে ২০২৫   আপডেট: ১৩:৩৯, ১ মে ২০২৫
চট্টগ্রামে পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কেইপিজেড এলাকায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টার দিকে উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নে এই ঘটনা ঘটে।

আরো পড়ুন:

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা হলো আব্দুর রহিমের ছেলে রোহান ও ইমরান হোসেনের ছেলে মিসবাহ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অব্যাহতভাবে পাহাড় কাটার ফলে পাহাড়টির স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। এরই পরিণতিতে বুধবার রাতে বৃষ্টি হলে বৃহস্পতিবার ভোরে হঠাৎ পাহাড়ধসের ঘটনা ঘটে। ধ্বংসস্তূপে চাপা পড়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়