ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে শান্তি শোভাযাত্রায় অংশ নিলেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২ মে ২০২৫  
চট্টগ্রামে শান্তি শোভাযাত্রায় অংশ নিলেন প্রেস সচিব

চট্টগ্রামে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

চট্টগ্রামে বৌদ্ধ সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ শোভাযাত্রায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২ মে) সকালে নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির চত্বর থেকে এই শোভাযাত্রাটি শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে । প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই শোভাযাত্রায় যোগ দিয়ে বৌদ্ধ ধর্মীয় গুরুদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তি শোভাযাত্রায় সম্মিলিতভাবে অংশ নেন। 

আগামী ১১ মে উদযাপিত হতে যাচ্ছে বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখ বা ভেসাক, যা বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব উদযাপনে বৌদ্ধ ধর্মীয় মন্দির ও প্রতিষ্ঠানসমূহের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার শান্তি শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রায় বিভিন্ন পর্যায়ের বৌদ্ধ ধর্মীয় গুরু ও মন্দিরসমূহের নেতৃবৃন্দ এবং বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষ স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন। 

বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র দিন। এই দিনে গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি বৌদ্ধ সম্প্রদায় গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপন করে।

ঢাকা/রেজাউল/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়