ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাকিব-মাশরাফির মতো ক্রিকেটার তৈরিতে অবদান ছিল কোকোর: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১১, ২ মে ২০২৫   আপডেট: ২১:৩৮, ২ মে ২০২৫
সাকিব-মাশরাফির মতো ক্রিকেটার তৈরিতে অবদান ছিল কোকোর: টুকু

বিন্দুবাসিনী ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। শুক্রবার বিকেলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “বিএনপি ৩১ দফা জাতির সামনে পেশ করেছে। সেখানে শিক্ষা ও ক্রীড়াকে গুরত্ব দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “বাংলাদেশ বিশ্ব দরবারে ক্রিকেটে যে সমাদৃত হয়েছে তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর অবদান। ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার মতো অনেক ক্রিকেটার তৈরির পেছনে তিনি ভূমিকা রেখেছেন।” 

আরো পড়ুন:

শুক্রবার (২ মে) বিকেলে টাঙ্গাইলে বিন্দুবাসিনী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “ক্রীড়াঙ্গনে টাঙ্গাইলের ঐতিহ্য রয়েছে। টাঙ্গাইলের ছেলেরা ঢাকার বুকে ক্রীড়াঙ্গনে ভূমিকা রেখেছেন। বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন, তারা সন্ত্রাসকে লালন করেছেন। টাঙ্গাইলের ঐতিহ্যকে নষ্ট করেছেন। আগামী দিনগুলোতে আমরা টাঙ্গাইলকে এগিয়ে নিয়ে যাব। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করে।”

বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক।

বিন্দুবাসিনী ক্রিকেট টুর্নামেন্টে অমর-২০২১ ব্যাচকে ১১১ রানে পরাজিত করে প্রজ্জোলন-২০১৪ ব্যাচ চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এর আগে, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার সকালে বিদ্যালয়ের সাবেক ছাত্রদের লাল ও সাদা দলের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়