শাশুড়িকে হত্যার অভিযোগে মেয়ের জামাই গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহের মুক্তাগাছায় শাশুড়িকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় মেয়ের জামাই মনির হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৪ মে) বিকেলে পিবিআই কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে, গত রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোটবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, ‘‘পারিবারিক বিরোধের জেরে মনির তার স্ত্রী রুনা ও শাশুড়ি ফজিলা বেগমকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে পালিয়ে যান। পরে শাশুড়ি মারা যান। এ ঘটনায় নিহতের আরেক মেয়ে মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পিবিআই ময়মনসিংহের একটি দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা থেকে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি সেখানে পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন।’’
তিনি আরো বলেন, ‘‘মনির হোসেন হত্যার দায় স্বীকার আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। এ হত্যাকাণ্ডে আর কারো সম্পৃক্ততা আছে কি না তদন্ত করে দেখা হচ্ছে।’’
ঢাকা/মিলন/রাজীব