শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শাপলা গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে ইসলামী ছাত্রশিবির মানববন্ধন করে
শাপলা গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রশিবির। সোমবার (৫ মে) সকালে শহরের সাহেববাজার জিরোপয়েন্টে সংগঠনটির রাজশাহী মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া। ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সভাপতি মোহা. শামীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, বাংলাদেশের বিপ্লব হয়েছে গত বছরেরর ৫ আগস্ট। বিপ্লব পরবর্তী ৯ মাস পার হয়ে গেলেও এখনো খুনিদের বিচার হয়নি। ২০১৩ সালের ৫ মে নাস্তিক ব্লগার কর্তৃক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার প্রতিবাদে ঢাকার শাপলা চত্বরে তৌহিদী জনতা সমাবেশের আয়োজন করেন। সমাবেশ কর্মসূচি স্বৈরাচার হাসিনা সহ্য করতে না পেরে ইসলামপ্রেমী মুসল্লিদের ওপর দিনের বেলায় আক্রমণ করে ১১ জন ধর্মপ্রাণ মুসল্লিকে শহীদ করেন। কিন্তু এখনো এর বিচার হয়নি। অতি দ্রুত সময়ের মধ্যে ওই হত্যাকাণ্ডের বিচার করতে হবে।
কর্মসূচিতে অন্যদের মধ্যে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি ইমরান নাজির, মাদ্রাসা ও দাওয়া সম্পাদক শাইনুল ইসলাম, প্রচার সম্পাদক রুবেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/কেয়া/বকুল