সিরাজগঞ্জের ৫ থানার ওসি বদল, শূন্য ৪ থানা
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
সিরাজগঞ্জ জেলার পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রদবদল করা হয়েছে। এই রদবদলের ফলে বর্তমানে চারটি থানায় ওসির পদ শূন্য রয়েছে।
মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, “সোমবার (৫ মে) রাতে সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল করা হয়েছে।”
তিনি বলেন, “বর্তমানে সিরাজগঞ্জের কামারখন্দ, চৌহালী, রায়গঞ্জ ও যমুনা সেতু পশ্চিম থানার ওসির পদ শূন্য রয়েছে।”
সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবিরকে সলঙ্গায় থানায়, সলঙ্গা থানার ওসি মোখলেছুর রহমানকে সদর থানায় এবং যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনারুল ইসলামকে এনায়েতপুর থানার দায়িত্ব দেওয়া হয়েছে।
রায়গঞ্জ থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান ও এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানিকে জেলা পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন বলেন, “নিয়মিত বদলির অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে। এটা চাকরিরই অংশ। শূন্য পদগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে।”
ঢাকা/অদিত্য/মাসুদ