ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে বিআরটিএ’র কার্যালয়ে দুদকের অভিযান

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ৭ মে ২০২৫  
ঝালকাঠিতে বিআরটিএ’র কার্যালয়ে দুদকের অভিযান

ঝালকাঠির বিআরটিএ’র কার্যালয়ে দুদক অভিযান চালিয়েছে

ঝালকাঠির বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় বিআরটিএ কার্যালয়ে এ অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে দালালরা পালিয়ে যায়। দুদক কর্মকর্তারা বিভিন্ন নথিপত্র তল্লাশি করেন।

তারা আবেদনকারীদের প্রস্তুতকৃত ড্রাইভিং লাইসেন্স তিন দিনের মধ্যে ঘুষ ছাড়াই দেয়ার পরামর্শ দেন। অন্যথায় এ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় দুদক। 

আরো পড়ুন:

অভিযানকালে বিআরটিএ ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক এসএম মাহফুজুর রহমান অফিসে ছিলেন না। তিনি পিরোজপুরেরও দায়িত্বে থাকায়, সেখানে ছিলেন বলে জানিয়েছেন।

দুদক পিরোজপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আরিফ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, অভিযান চালিয়ে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। এগুলো সমাধান করার জন্য তিন দিনের সময় দেয়া হয়েছে। এ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সঠিক সময়ে ড্রাইভিং লাইসেন্স দেয়া হয় না বলে অভিযোগ ছিল। প্রস্তুতকৃত লাইসেন্স তিন দিনের মধ্যে দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। 
 

ঢাকা/অলোক/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়