ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: নড়াইলে দুই ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ৯ মে ২০২৫   আপডেট: ১৯:৪৩, ৯ মে ২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: নড়াইলে দুই ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় নড়াইলে দুই ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে, গত রাতে সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম পলাশ, মুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, আউড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পলাশ মোল্যা ও শেখহাটি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুহুল আমিন।

পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত বছরের ৪ আগস্ট নড়াইল সদরের মালিবাগ মোড়ে বিক্ষোভ মিছিল বের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ওই মিছিলে গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ ও মারধরের অভিযোগে ওই বছরের ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও বর্তমান সাধারণ সম্পাদক শেখ মোস্তাফা আল মুজাহিদুর রহমান পলাশ। মামলায় ২০০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন এস এম পলাশ, রবীন্দ্রনাথ অধিকারী, পলাশ মোল্যা ও রুহুল আমিন।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা/শরিফুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়